তিন ভয়ঙ্কর সিংহের সঙ্গে অবাধ বিচরণ তরুণীর, ভাইরাল ভিডিও!

0
Untitled design (5)

Share this content:

 নিজস্ব প্রতিনিধি : অবিশ্বাস্য! ভিডিওয় রেকর্ড করা দৃশ্যটা দেখলে যে কারোরই রক্ত ঠান্ডা হয়ে যেতে বাধ্য। কারণ হিংস্র বনের রাজাকে দেখে অতিবড় সাহসীর হৃদকম্প হওয়াটা স্বাভাবিক। সেইরকমই তিনটি পুরুষ সিংহকে অবলীলায় হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন এক তরুণী! আপনি হয়তো ভাবতেই পারেন, ব্যাপারটা বানানো। মিথ্যে গল্প বলা হচ্ছে।

  না, ঘটনাটা একশোয় একশো ভাগ সত্যি। যে যাই বলুক, ছবি বা ভিডিও কখনও মিথ্যে বলে না। সেরকমই রক্ত হিম করা ভিডিও আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে তিন পরাক্রমশালী পুরুষ সিংহের সঙ্গে সাবলীলভাবেই হাঁটছেন এক তরুণী । নাঃ, তরুণীকে কুর্নিশ জানাতেই হবে। যে সিংহকে দূর থেকে দেখলে অতি বড় সাহসীর ভয়ে, আতঙ্কে বুক শুকিয়ে যায়, সেই সিংহদের নিয়ে কীরকম শান্তভাবে হেঁটে চলেছেন তিনি, যা দেখে সেলাম না জানানোটাই অপরাধের শামিল।

মানুষ বা জন্তুর প্রাণ নিতে যাদের একটা থাবার আঘাতই যথেষ্ট, সেই ভয়ঙ্কর সিংহ, একটা নয়, দুটো নয়, তিন তিনটি সিংহ নিয়ে হেঁটে চলেছেন তিনি! সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট হতেই সেটি ভাইরাল হয়ে গিয়েছে।

তবে তরুণীটিকে দেখে বোঝা যাচ্ছে না তিনি অতি সাহসী, না বোকা। পোষ্য কুকুরদের নিয়ে যেভাবে পার্ক বা বাড়ির লনে হাঁটেন,তেমনই শান্ত চলাফেরা দেখে একবারও মনে হচ্ছে না তিনি প্রথম এরকম কাজ করেছেন। বরং মনে হচ্ছে সিংহদের নিয়ে তাঁর কাছে এমন চলাফেরা করা খুবই স্বাভাবিক ঘটনা।

 ইনস্টাগ্রামে রোম খাড়া করা ভিডিওটি পোস্ট করেছে @ গার্ল ফ্রম প্যারাডাইস নাইন। মহাশক্তিশালী তিনটি মহিলাকে যেমন আক্রমণ করেনি না, তাদের ছবি যিনি তুলেছেন, তাঁকেও তারা আক্রমণ করেনি। ক্যামেরাম্যান তাদের ছবি অনায়াসেই তুলে গিয়েছেন।

ভিডিও-র শেষদিকে দেখা গিয়েছে মহিলাটি ওই তিনটি সিংহের পিঠে আদর করে চাপড়াচ্ছেন। গা ধরে হালকা করে রগড়েও দিচ্ছেন। তবে আফ্রিকাতেও সিংহদের নিয়ে চলেন কেউ কেউ। সেদেশে বন্য জন্তুদের সঙ্গে তাঁদের সখ্য নিয়ে অনেক কাহিনি শোনা যায়। যদিও কাঁপুনি এই ভিডিওটি দেখে নেটিজেনরা চমকে উঠেছেন। কেউ কেউ সতর্কতা জানিয়ে লিখেছেন বন্য জন্তুদের বিশ্বাস করা শক্ত। হিংস্র পশুরা কখন কী করে বসে, জানা নেই কারো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *