ছাব্বিশের ভোটে হারলেই বঙ্গ থেকে বিদায় বিজেপির?
Share this content:

এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে আরএসএসের মুখপত্রে
নিজস্ব প্রতিনিধি : একুশের মতো ছাব্বিশেও এরাজ্যের বিধানসভা ভোটে কি ফের স্বপ্নভঙ্গ হতে চলেছে বিজেপির? রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ছাব্বিশের বিধানসভা ভোটে আরও অনেক আসন কমে যেতে পারে গেরুয়া শিবিরের (BJP will Leave Battle?)। যার ফল সরকার গড়ার স্বপ্ন নিয়ে পদ্মশিবিরের রাজ্য সভাপতির হুঙ্কার কার্যত ব্যর্থ হতে চলেছে। সেইসঙ্গে ছাব্বিশের ভোটে বিজেপির ভরাডুবি হলে এ রাজ্য থেকে বরাবরের জন্য তল্পিতল্পা গোটানোর আগাম চেতাবনি দিয়ে রেখেছে বিজেপির রাজনৈতিক অভিভাবক আরএসএস। এটা ওপেন সিক্রেট পদ্মশিবির চলে তাদেরই ইশারায়।
মাস কয়েক আগে তাদের মুখপত্র স্বস্তিকায় এ কথা জানিয়ে রেখেছে তারা। সব মিলিয়ে ছাব্বিশের বিধানসভা ভোটে অশনি সঙ্কেত দেখতে শুরু করেছে গেরুয়া শিবির। যদিও ছটি উপনির্বাচনে হারের পরও ছাব্বিশের বিধানসভা ভোট নিয়ে তারা চ্যালেঞ্জ জানিয়ে চলেছে। তাদের তরফে শোনা যাচ্ছে এ নিয়ে নানা ব্যাখ্যা। তবে একুশের বিধানসভা থেকে গত লোকসভা এবং এবারের উপনির্বাচনে ভরাডুবিতে তাদের হুঙ্কার ভুল প্রমাণ করে ভোট বাক্সে তার বিরূপ প্রতিফলন দেখা গিয়েছে। সবমিলিয়ে এ রাজ্যের মানুষের কাছ থেকে ক্রমশ সরে যেতে চলেছে মোদী-অমিত শাহের দল।
দিলীপ ঘোষ যখন ছটি উপনির্বাচনে দলের এমন হালে আত্মসমীক্ষার ওপর জোর দিয়েছেন, তখন শুভেন্দুর মুখে লড়াই জোরদার করতে আন্দোলন চালিয়ে যাওয়ার নিদান শোনা গিয়েছে। যদিও শাসক শিবির নিশ্চিত মমতার ক্যারিশমায় ছাব্বিশের ভোট স্বচ্ছন্দে উতরে ফের সরকার গড়বে ঘাসফুল শিবির। আর জয়ের ইউএসপি হল মমতার নানা অর্থকরী প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার,বার্ধক্যভাতা, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো হিট প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতার দেখানো পথ অনুসরণ করে ঝাড়খণ্ডের বিধানসভা ভোটে শেষ হাসি হেসেছে হেমন্ত সোরেনের জেএমএম। দক্ষিণ ভারতের ডোল রাজনীতিকে চালু করে এ রাজ্যে হাতে গরম ফল পেয়েছে শাসকদলও। তাই আগামী বিধানসভা ভোটে সেই টোটকাতেই নির্বাচনী বৈতরণি পার হয়ে যাবে তারা, এমনই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।