নেলপালিশের দাম এক কোটি টাকা ষাট লাখ!

0
maria-lupan-sp6wzdYJ7QQ-unsplash

Share this content:

নিজস্ব প্রতিনিধি:   দামি জিনিস সম্পর্কে আপনার কীরকম ধারণা আছে? যেমন ধরুন গাড়ি, হিরে,ঘড়ি, আসবাবপত্রের দাম। হ্যাঁ, গাড়ির দাম বেশি হতেই পারে। যেমন রোলস রয়েস, অডি, ফেরারির দাম বেশিই হয়ে থাকে। আপনাদের দেখা গাড়ির চেয়ে বেশি হতেই পারে। হতেই পারে কেন বললাম, কারণ ওইসব গাড়ির দাম এমন আকাশছোঁয়া যে দাম শুনে মনে হতে পারে,এত দাম! আপনি ঠোঁট কামড়ে বলতেই পারেন, অসম্ভব। এত দাম হতেই পারে না। কিন্তু যে দামের কথা বলা হচ্ছে সেটা যে সত্যি, সেটা কিনতে গেলেই মালুম পাবেন।

তেমনই চোখ ছানাবড়া করা দাম ঘড়ি, আসবাবের। দাম শুনে ভাবতেই পাবেন, এ জন্মে তো হল না, পরের জন্মে যদি সম্ভব হয়…..।  কিন্তু যদি বলা হয় একটি নেলপালিশের শিশির দাম এক কোটি টাকারও বেশি, তাহলে আপনি কেন বহু আচ্ছা আচ্ছা মানুষ ভিমরি খেয়ে যাবেন, এটা একেবার নিশ্চিত।  নেল পালিশের দাম এক কোটি মানে এক কোটিই, আপনি ঠিকই পড়ছেন। এমন দমবন্ধ করা দাম ওই নেলপালিশটির। ব্ল্যাক ডায়মন্ড নেল পালিশের দাম ওর থেকে এক কানাকড়িও কম নয়। বিশ্বের সবচেয়ে দামি নেল পালিশের নাম অ্যাজাটিওর। আমেরিকার লস অ্যাঞ্জেলিসের ডিজাইনার অ্যাজাটিওর পোগোসিয়ান। পোগোসিয়ান সারাবিশ্বের বিলাসবহুল আইটেম তৈরির জন্য বিখ্যাত। তিনিই এমন বিশাল দামের নেল পালিসটি তৈরি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *