The Next Pandemic: কোভিডের পর ফের ভয়ঙ্কর অতিমারির মুখে বিশ্ব?

0

Share this content:

24445-1024x683 The Next Pandemic: কোভিডের পর ফের ভয়ঙ্কর অতিমারির মুখে বিশ্ব?
coronavirus covid-19 pandemic infection spreading background design

নিজস্ব প্রতিনিধি : করোনা অতিমারির (Covid-19 pandemic) পর বার্ড ফ্লু (Bird Flu) পরের অতিমারির কারণ হতে পারে (The Next Pandemic)? ঠিক এমনই ইঙ্গিত দিয়েছেন আমেরিকার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রাক্তন ডিরেক্টর রবার্ট রেডফিল্ড। আমেরিকা জুড়ে গোরুদের মধ্যে বার্ড ফ্লু ভাইরাসের ক্রমাগত সংক্রমণে উদ্বেগ বাড়ায়, তা নিয়ে একটি টেলিভিশন নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন।

রেডফিল্ড বলেন, তিনি সত্যি সত্যি ভাবছেন না এমনটা হতে পারে, যেমনটা সবাই ভাবছেন। একইসময় এটা প্রশ্নও নয়। তবে এটা প্রশ্নেরও অনেক বেশি একটা ব্যাপার যে ঠিক কখন অতিমারি হানা দেবে।    তিনি আরও জানিয়েছে বার্ড ফ্লু মানুষের শরীরের অনুপ্রবেশ করলে তা করোনার তুলনায় বেশি মৃত্যু ঘটাতে পারে। রীতিমতো চমকে দিয়ে প্রাক্তন ডিরেক্টর জানিয়েছেন করোনায় মৃত্যুর হার ছিল ০.৬, সেখানে বার্ড ফ্লুয়ের সম্ভাব্য মৃত্যুর হার ২৫ থেকে ৫০ শতাংশ হতে পারে। গত মাসে মার্কিন স্বাস্থ্য দফতরের কর্তারা জানিয়েছিলেন এই মুহূর্তে গোরু থেকে ভাইরাস বাহিত যে বার্ড ফ্লুয়ের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তার মাধ্যমে সংক্রমিত তিনজনের হদিশ মিলেছে।

সারা বিশ্বে চিকিৎসকরা ১৫টি মানব দেহে সংক্রমণের ঘটনাকে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। তবে এখনও পর্যন্ত মানুষ থেকে মানুষে ভাইরাস সংক্রমণের প্রমাণ না মিললেও রেডফিল্ড বার্ড ফ্লুয়ের মধ্যে পাঁচটি অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এগুলি মানুষের মাধ্যমে মানুষে ছড়িয়ে পড়তে পারে, যেমনটা কোভিডের ক্ষেত্রে ঘটেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *