দশ বছর পর ভিক্ষুক অবস্থায় স্বামীকে ফিরে পেলেন স্ত্রী!  

0

Share this content:

wife-found-husband-1024x841 দশ বছর পর ভিক্ষুক অবস্থায় স্বামীকে ফিরে পেলেন স্ত্রী!  

দশ বছর আগে হারিয়ে যাওয়া স্বামী মোতিচাঁদ

নিজস্ব প্রতিনিধি: সিনেমাকেও হার মানায়!

দশ বছর ধরে নিখোঁজ স্বামীকে খুঁজে পেলেন স্ত্রী। যদিও নাটকীয়ভাবে ছেলেকে হাসপাতালে গিয়ে দেখানোর সময় সেখানে ভিক্ষুক বেশে ভিক্ষারত অবস্থায় খুঁজে পেলেন স্বামীকে। সিনেমার চেয়েও রোমাঞ্চকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়ায়। হাসপাতালের সামনে ছেঁড়া কাপড় পরা ভিক্ষুক বেশে আসার পর তাঁর স্ত্রী স্বামীকে চিনতে পারেন। জড়িয়ে ধরেন তাঁকে। আনন্দে কাঁদতে থাকেন। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে অনেকেই চোখের জল সামলাতে পারেননি।

  একুশ বছর আগে জানকী দেবীর সঙ্গে বিয়ে হয়েছিল মোতিচাঁদে নামে ওই ব্যক্তির। বালিয়া জেলার সিটি কোতোয়ালি এলাকার দেবকালী গ্রামে তাঁরা থাকতেন। তাঁদের তিনটি সন্তান হয়। এরপর মোতিচাঁদের মানসিক সমস্যা দেখা দেয়। দশ বছর আগে কারোকে কিছু না বলে আচকাই নিরুদ্দেশ হয়ে যান মোতিচাঁদ। জানকীদেবী ও আত্মীয়রা তন্নতন্ন করে খুঁজেও তাঁর হদিশ পাননি। জানকীদেবী একাই তিন সন্তানকে মানুষ করতে থাকেন। গত সোমবার ছেলেকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন জানকী দেবী। হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের সামনে একজন ছেঁড়া নোংরা কাপড় পরা ব্যক্তিকে ভিক্ষে করতে দেখতে পান জানকী দেবী। ভিক্ষুকের খুব কাছে গিয়ে ভালো করে দেখার পর তিনি বুঝতে পারেন ওই ব্যক্তিই তাঁর হারিয়ে যাওয়া স্বামী। তারপরই স্বামীকে জড়িয়ে কাঁদতে থাকেন। এই দৃশ্য দেখে আশপাশের মানুষেরা চোখের জল সামলাতে পারেননি। মোতিচাঁদকে বাড়ি নিয়ে আসেন জানকী দেবী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *