যত খুশি পিজা খান, দাম দেবেন মৃত্যুর পর!

0

Share this content:

pizza-1-1024x576 যত খুশি পিজা খান, দাম দেবেন মৃত্যুর পর!

নিজস্ব প্রতিনিধি : যত খুশি পিজা খান,দাম দেবেন মৃত্যুর পর। চমকে যাওয়ার কোনও কারণ নেই। এমনটাই ঘটেছে নিউজিল্যান্ডে। বিক্রি বাড়াতে ও রেস্তোরাঁর সুনাম ছড়াতেখাবারের বড় বড় দোকানগুলি নানা কৌশল নিয়ে থাকে।বিশেষ করে প্রতিযোগীদের পেছনে ফেলতে তাদের বিভিন্ন স্কিম বহু ক্ষেত্রেই আলোড়ন ফেলে থাকে। বেশ আকর্ষণীয় সেই সব অফার, যাতে ক্রেতারা লুব্ধ হন।বেশির ভাগ ক্ষেত্রে সফলও হয়। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছে নিউজিল্যান্ডের একটি পিজা আউটলেট, যা চমকে যাওয়ার মতো। তারা ঘটা করে বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে আমৃত্যু তাদের দোকানের পিজা খান। জীবিত অবস্থায় একটা টাকাও দিতে হবে না। শুধু উইলে লিখে যাবেন পিজার দোকান তাঁর বাড়ি বা আত্মীয়দের কাছ থেকে দাম নিয়ে যাবে। হেলস পিজা কোম্পানির এহেন চমকে দেওয়া বিজ্ঞাপন দেখে মাথা ঘুরে গিয়েছে বহু মানুষের।

  ব্র্যান্ডের ওয়েবসাইটে জানানো হয়েছে ইতিমধ্যে ৬৬৬ জন গ্রাহককে এই অফার দেওয়া হয়েছে। তাঁরা মনের সুখে পিজা খান এবং আইনিভাবে চুক্তির মাধ্যমে জানিয়ে দেবেন যতদিন না মৃত্যু হচ্ছে,ততদিন টাকা মেটাতে হবে না। মৃত্যুর পর তাঁদের উইল মোতাবেক বকেয়া টাকা উসুল করে নেবে পিজা কোম্পানি। বিষয়টি প্রচার করতে এনিয়ে সংস্থা বেছে নিয়েছে ইনস্টাগ্রামকে। সেখানে জোরকদমে প্রচার করেছে তারা। যাঁদের পকেটে টাকা নেই, তাঁরা যেন কোনওভাবেই পিজার স্বাদ থেকে বঞ্চিত না হন,সেটার কথা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছে তারা বলে হেল নামে নিউজিল্যান্ডের পিজা চেন। হেলের সিইও বেন কামিং সংবাদসংস্থাকে জানিয়েছেন তাঁদের এমন চমকদার অফার নিউজিল্যান্ডের পিজা রসিকদের মন জয় করেছে। এই প্রকল্পটি সেদেশে বেঁচে থাকার খরচ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় তার সঙ্গে পাল্লা দিতেই সামনে এনেছে হেল পিজা চেন। এই চমকে যাওয়া প্রস্তাব নিয়ে নিউজিল্যান্ডের পিজা প্রেমিকদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *