ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু? বিরোধী দলনেতার চ্যালেঞ্জ ঘিরে প্রশ্ন
Share this content:

নিজস্ব প্রতিনিধি: ছাব্বিশেরবিধানসভা ভোট যত এগিয়ে আসছে,ততই উত্তপ্ত হতে শুরু করেছে রাজ্য রাজনীতি। একদিকে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে বিরোধী দলনেতা তথা বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর হুমকি, পাল্টা হুমকি, অন্যদিকে মমতার খাসতালুক ভবানীপুরে তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে তাঁকে হারানোর চ্যালেঞ্জ জানিয়েছেন বিরোধী দলনেতা। হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপি নেতা বলেছেন বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ছুড়ে ফেলে দেবেন। এরপরই পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে হুমায়ুন বলেছেন শুভেন্দুবাবু বাহাত্তর ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে তৃণমূলের বেয়াল্লিশ জন সংখ্যালঘু বিধায়ক শুভেন্দুবাবুকে যোগ্য জবাব দেবেন। সবমিলিয়ে ছাব্বিশে ভোট হওয়ার আগেই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি।
এর পাশাপাশি নন্দীগ্রামের মতো মমতার খাসতালুকে ভোটে দাঁড়িয়ে তাঁকে বলে বলে হারানোর চ্যালেঞ্জ জানিয়েছেন শুভেন্দু। রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু যদি সত্যিই ভবানীপুরে দাঁড়ান, তাহলে চাপে পড়তে পারেন মমতা। সেখানকার অবাঙালি ভোটারদের ভরসা করেই বিরোধী দলনেতার এই চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, এর আগের বিধানসভা ভোটের সমীক্ষায় দেখা গিয়েছিল, মমতা তাঁর খাসতালুকে পিছিয়ে ছিলেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ছাব্বিশের ভোটে মমতার বিরুদ্ধে ভোটে দাঁড়ালে তাঁকে হারানো শুভেন্দুর পক্ষে মুশকিল। শেষ পর্যন্ত পালের হাওয়া কেড়ে নিয়ে জিততে পারেন মমতাই। এর ফ্যাক্টর হিসেবে সবাই বরাবর যা বলে আসছেন তা হল আগামী বিধানসভায় জেতা নিয়ে বিজেপি যতই তর্জন গর্জন করুক, শেষ হাসি হাসার সম্ভাবনা তৃণমূল কংগ্রেসেরই রয়েছে।