Lathmar Holi: রাধাকৃষ্ণের লীলাভূমি বারসানায় লাঠমার হোলি

0
lathmar-holi-1741538656

Share this content:

নিজস্ব প্রতিনিধি: আজ সারাদেশেই পালিত হচ্ছে রঙের উৎসব দোল। শুধু পশ্চিমবঙ্গই নয়, দেশের কোণে কোণে সকাল থেকেই আপামর নারী-পুরুষ মেতে উঠেছেন রঙের উৎসবে। হোলির অনেক আগে থেকেই রঙের উৎসব শুরু হয়ে গিয়েছে বৃন্দাবন-সহ বহু জায়গায়।

   উত্তরপ্রদেশের মথুরার কাছে বরসানা নামে একটি গ্রাম রয়েছে। এখানে হোলির একসপ্তাহ আগে শুরু হয়ে যায় লাঠমার হোলি(Lathmar Holi)।  গ্রামের মহিলারা হাতে রঙিন কারুকাজ করা কাপড় ও কাগজে মোড়া লাঠি নিয়ে হোলি খেলায় ব্যস্ত হয়ে পড়েন। হোলি খেলতে খেলতে মহিলারা ওই লাঠি দিয়ে রঙে ভূত হয়ে যাওয়া পুরুষদের মাথায় আঘাত করে থাকে। একেই লাঠমার হোলি বলা হয়।

   পুরাণমতে এই গ্রামে থাকতেন আয়ান ঘোষের স্ত্রী ও কৃষ্ণের প্রেমাস্পদ রাধা। কয়েক হাজার বছর পরেও এখানকার মানুষ সেই প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যকে আজও ধরে রেখেছে। হোলিতে গোটা গ্রাম রঙে সেজে ওঠে। রঙের উৎসবে গ্রামের মানুষ পালন করেন লাড্ডু হোলি। গ্রামের মানুষ নিজেদের বাড়িতে নানারকম মিষ্টি তৈরি করে তা সবাইকে খাওয়ান। আর হোলির দিনে গ্রামের সবাই মন্দিরে পুজো দিয়ে সাড়ম্বরে হোলিতে মেতে ওঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *