যাদবপুরে পুলিশ, এবার কি দমননীতির পথে হাঁটবে রাজ্য?

0
JU-Death

Share this content:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষা দফতরের ফরমান ছিল বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকবে না। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে এসএফআইয়ের আন্দোলন ক্রমশ মারমুখি চেহারা নিচ্ছে, তাতে সরকার তথা প্রশাসন তাদের নিজের অবস্থান থেকে সরতে বাধ্য হয়েছে বলে মনে করছেন অনেকে।নমনীয় ভাব দেখানোর পর এবার পুরনো অবস্থান থেকে সরে এসে দমননীতির পথে হাঁটতে চলেছে সরকার।

পয়লা মার্চ যাদবপুরে পুলিশকে ঢোকার অনুমতি দেয়নি সরকার। যদিও সেদিনের ঘটনার পর ছাত্র রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি হয়েছে, যাতে কেউ কেউ এসএফআইকে সামনেকে বামেদের প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা বলে মনে করছেন। তবে বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস-বিজেপির মেরুকরণ যে ভাবে রাজ্য রাজনীতিতে বলীয়ান হয়ে উঠেছে, তাতে বামেরা কতদূর সফল হতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে রাজনীতির কারবারিরা।

গত বিধানসভাগুলিতে বামেরা শূন্যের গেরো থেকে বেরোতে পারেনি। এবারও সাংগঠনিক দিক থেকে দুর্বল বামেরা সেই চক্কোর থেকে মুক্ত হতে পারবে, এনিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তাহলে কি যতই দমননীতি প্রয়োগ করা হোক, তা থেকে লাভ আদায় করা সম্ভব হবে না। সবটাই কাঁঠালের আমসত্ত্ব বলেই মনে করা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *