পণবন্দি শ খানেক যাত্রী, পাকিস্তানে আস্ত ট্রেন হাইজ্যাক বালোচ বিদ্রোহীদের

0

Share this content:

balochistan-3 পণবন্দি শ খানেক যাত্রী, পাকিস্তানে আস্ত ট্রেন হাইজ্যাক বালোচ বিদ্রোহীদের

নিজস্ব প্রতিনিধি: বিপাকে পাকিস্তান। সেদেশেরবালোচিস্তান সীমান্তেস্বাধীন বালোচিস্তানের দাবি করে ট্রেন হাইজ্যাক করল বালোচিস্তান লিবারেশন আর্মি।ট্রেনটিতে পাঁচশোজন যাত্রী রয়েছেন বলে জানা গিয়েছে। অন্তত শ খানেক যাত্রীকে পণবন্দি করেছে বিএলএ। সেনা অভিযান করা হলে বিস্ফোরণ ঘটিয়ে গোটা ট্রেনটিই উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে বিএলএ। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই স্বাধীন বালোচিস্তানের দাবি জানিয়ে আসছে তারা। এবার দাবি জোরদার করতে বিএলএ আস্ত ট্রেন হাইজ্যাক করেছে। ট্রেন লাইনে বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনটি হাইজ্যাক করল তারা। কিছুদিন আগে পাক সংসদে এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন রাষ্ট্রসঙ্ঘ স্বাধীন বালোচিস্তানের স্বীকৃতে দিক, নচেত বালোচ বিদ্রোহীরা বড়সড় কাণ্ড ঘটাতে পারে। আবার পাকিস্তানে ১৯৭১ সালের পুনরাবৃত্তি ঘটবে। তাঁর সেই আশঙ্কা সত্যি করে এবার বালোচ বিদ্রোহীরা আস্ত ট্রেন হাইজ্যাক করল।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *