দেশে অ্যাসিড হামলায় শীর্ষে বাংলা, বলছে তথ্য
Share this content:

জীবন যখন বিভীষিকার –অ্যাসি়ড হামলার শিকার
নিজস্ব প্রতিনিধি : দেশে অ্যাসিড হামলার ঘটনায় শীর্ষে পশ্চিমবঙ্গ (Acid Attack On West Bengal)। আর ঠিক তারপরই যোগীরাজ্য। অ্যাসিড হামলা নিয়ে বছর দুয়েক আগে কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তথ্যে এই কথা জানা গিয়েছে। তথ্য জানাচ্ছে ২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে মোট ৬৫৯টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। যদিও কেন্দ্র এ ধরণের ঘটনায় রাশ টানার জন্য বর্তমান আইনকে সামনে রেখে জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবু এ ধরণের ঘটনা কোনওভাবেই বন্ধ করা সম্ভব হচ্ছে না। বরং তা বেড়েই চলেছে। ওই বছরগুলির মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই ১৬০টি ঘটনা ঘটেছে। এরপরই রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ।
ওই রাজ্যে এ ধরণের ঘটনার সংখ্যা ১১৫টি। ওডিশায় ৩৫টি। এরপর রয়েছে মধ্যপ্রদেশ। সে রাজ্যে অ্যাসিড হামলার সংখ্যা ৩৪টি। নীতীশকুমারের বিহারে ৩০টি, আপ শাসিত পঞ্জাবে ২৯টি, গুজরাত ও কেরলে ২৭টি, দিল্লিতে এমন হামলার ঘটনার সংখ্যা ২৩টি। কেন্দ্রীয় সরকারের তথ্য থেকে জানা গিয়েছে ওই তিন বছরে অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড ও সিকিমে কোনও অ্যাসিড হামলার ঘটনা ঘটেনি। আন্দামান নিকোবর, দাদরা নগর হাভেলি,দমন ও দিউ এবং লাক্ষাদীপ, পুদুচেরিতেও কোনও হামলার ঘটনা নথিভুক্ত হয়নি।