চ্যাম্পিয়ান্স ট্রফি : রবিবার কোন ইতিহাস গড়ার সামনে কোহলি?
Share this content:
রবিবার কোন ইতিহাস গড়বেন তিনি?

রবিবার কোন ইতিহাস গড়ার সামনে কোহলি ?
নিজস্ব প্রতিনিধি: দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। এর আগে অফ ফর্মের জ্বালা এখন অতীত। চ্যাম্পিয়ান্স ট্রফিতে সেঞ্চুরি করেছেন আর্চ রাইভাল পাকিস্তানের বিরুদ্ধে। হেরে ভূত হয়েছে পাকিস্তান। বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে টপকে গিয়েছেন চোদ্দ হাজার রানের গণ্ডি। তাঁর ৮৪ রানের দৌলতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে টিম ইন্ডিয়া। রবিবার চ্যাম্পিয়ান্স ট্রফির ফাইনাল। ফাইনালে এবার ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। ওই দিন তাঁর মাথায় উঠতে পারে নতুন রেকর্ডের মুকুট। আর সেজন্য প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে ভারতের সমর্থকদের মধ্যে। তাঁর ধুঁয়াধার ব্যাটিংয়ের জোরে ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। ওই ম্যাচে একাধিক রেকর্ডও গড়েছেন বিরাট। আইসিসি টুর্নামেন্টে সাতবার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার মিলেছে। শচীন পেয়েছেন দশ বার ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার। গ্লেন ম্যাক্সওয়েল ও রোহিত শর্মা পেয়েছেন আটবার পুরস্কার।
এছাড়াও শচীন তেণ্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে রান তাড়া করতে নেমে ৮০০০ রান পূর্ণ করেছেন কোহলি। ১৭০টি ম্যাচে এই সাফল্য পেয়েছেন তিনি। রান তাড়া করতে নেমে শচীন ২৪২টি ম্যাচে করেছেন ৮৭২০ রান। নাথান এলিসের ক্যাচ নিয়ে ক্যাচ ধরারও রেকর্ড রয়েছে বিরাটের। ফিল্ডার হিসাবে ১৬১টি ক্যাচ ধরেছেন। এই টুর্নামেন্টেই দ্রুততম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন বিরাট।