পার্ক সার্কাসে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, ভয়াবহ দুর্ঘটনা নিয়ে মিডিয়ার নীরবতায় প্রশ্ন
Share this content:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া থেকে পিকনিক গার্ডেনে দ্রুতগতিতে আসছিল ৩৯ নম্বর রুটের বাসটি। পার্ক সার্কাসের সেভেন পয়েন্টের কাছে কংগ্রেস এগজিবিশন রোডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। বাসে থাকা অধিকাংশ যাত্রীই জখম হয়। তাঁদের অনেককেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যাত্রীদের অনেকেরই আঘাত গুরুতর। যদিও মারাত্মক দুর্ঘটনার খবরটি কোনও প্রচার মাধ্যমে সম্প্রচারিত হয়নি। যা নিয়ে প্রশ্ন উঠেছে যেখানে সামান্য,ছোটখাটো দুর্ঘটনা ফলাও করে বৈদ্যুতিন মাধ্যমে বারবার দেখানো হয়। লাইভ কভারেজ করা হয়, সেখানে এই মারাত্মক দুর্ঘটনার খবরকে আদৌ গুরুত্ব দেওয়া হয়নি।
কেন কোনও সংবাদমাধ্যমে দুর্ঘটনার খবর না দেখানোই বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। অনেকের প্রশ্ন, সামনে ভোট আসায় কি ইচ্ছাকৃতভাবে ঘটনাটিকে ব্ল্যাক আউট করা হয়েছে নাকি অন্য কোনও রহস্য রয়েছে এর পেছনে। ঘটনার তদন্তও কি প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে, এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ। কারো কারো প্রশ্ন, প্রশাসন তথা সরকার ভোট,ভূতুড়ে ভোটার, যাদবপুর কাণ্ড নিয়ে ব্যস্ত থাকায় এমন গুরুতর ঘটনাকে সুকৌশলে আড়াল করেছে