তোমার আয়ু বেশিদিন নেই, বৃদ্ধা জ্যোতিষীর চকোলেট খেয়ে মৃত্যু তরুণীর

0

Share this content:

bRAZIL তোমার আয়ু বেশিদিন নেই, বৃদ্ধা জ্যোতিষীর চকোলেট খেয়ে মৃত্যু তরুণীর

বৃদ্ধা জ্যোতিষীর চকোলেট খেয়ে মৃত্যু হয় ব্রাজিলের এই তরুণীর

নিজস্ব প্রতিনিধি : তিনি আর বেশিদিন বাঁচবেন না।  তাঁর হাত দেখে আগাম ভবিষ্যৎবাণী করেছিলেন  এক বৃদ্ধা হস্তরেখাবিদ (Old Woman Palmist Toxic Prediction)। তারপর তাঁকে একটি চকোলেট খেতে দিয়েছিলেন। সেই চকোলেট খাওয়ার পরই বমি করতে শুরু করেছিলেন বছর সাতাশের ব্রাজিলের সেই মহিলা। গুরুতর অসুস্থ হয়ে পড়া ফারনান্দা সিলভা ভালোজ ডা ক্রুজ পিন্টো নামে মহিলাকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। ফারনান্দোর ভাগ্নি বিয়াঙ্কা ক্রিশ্টিনা গ্লোব ওয়ানকে জানিয়েছেন চকোলেট খাওয়ার পর বমি করতে শুরু করে। চোখ দুটো ঝাপসা হয়ে যায়। তারপরই নেতিয়ে পড়ে শরীর। কয়েকঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়।

   গত বছর দুঃখজনক ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। সেদিন ফারনান্দা মাসিও সিটি সেন্টারের করিডর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ম্যাসিও সিটি সেন্টারকে হস্তরেখাবিদদের মক্কা বলে হয়ে থাকে। সেসময়ই এক সন্তানের মা ফারনান্দোকে থামিয়ে দেন এক বৃদ্ধা। তিনি তাঁর হাত একটি বারের জন্য দেখতে চান। বৃদ্ধার প্রস্তাবে রাজি হয়ে হাত বাড়িয়ে দেন তাঁর দিকে। বৃদ্ধা হস্তরেখাবিদ তাঁর হাত খুঁটিয়ে দেখে বলেন ফারনান্দোর আয়ু বেশিদিন নেই। আর মাত্র কয়েকদিন তিনি বাঁচবেন। তারপরই তাঁকে একটি চকোলেট খেতে দেন বৃদ্ধা। চকোলেটটি প্যাকেট করা অবস্থায় দেখে একবারও ফারনান্দোর মনে হয়নি চকোলেটটা খেলে খারাপ কিছু হবে।

কিন্তু খাওয়ার পরই বিপত্তি!  হঠাৎ করে বমি করতে শুরু করে ফারনান্দো। ওই অবস্থায় পরিবারকে মেসেজ করে তিনি জানান চকোলেট খাওয়ার পর তার বুকের ভেতরটা কেমন করছে। মনে হচ্ছে বাঁচবো না। বমি পাচ্ছে। কীরকম ঝিমঝিম লাগছে। সে চোখে ঝাপসা দেখছে। খুব দুর্বল লাগছে। মুখে কেমন তিতকুটে স্বাদ পাচ্ছে ও। মেসেজ পেয়ে ফারনান্দোর ভাগনি এসে হাসপাতালে নিয়ে যায়। ততক্ষণে তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করেছে। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও মৃত্যু হয় ফারনান্দোর।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *