দুর্নীতি কাণ্ডে বাতিল রেলের পরীক্ষা, অস্বস্তিতে বিজেপি
Share this content:

দুর্নীতির অভিযোগে রেলের গ্রুপ সি পরীক্ষা বাতিল
নিজস্ব প্রতিনিধি: রাজ্যে তৃণমূল কংগ্রেসের শাসনে নিয়োগ দুর্নীতিনিয়ে তারা যখন সোচ্চার, ঠিক তথনই রেলের গ্রুপ সি পরীক্ষা নিয়ে ব্যাপক কারচুপি, আর্থিক দুর্নীতি থেকে শুরু করে গরমিলের ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়ল বিজেপি। মাত্রাছাড়া দুর্নীতির ঘটনায় রেলের গ্রুপ সি পরীক্ষা বাতিল করে দিয়েছে রেলমন্ত্রক। সাফ জানিয়েছে পরীক্ষা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তত্ত্বাবধানে। প্রশ্ন উঠেছে সেন্ট্রাল রেলওয়ের এই পরীক্ষা সম্পর্কে কি আগেভাগে কোনও ইঙ্গিত পায়নি রেলমন্ত্রক।
পরীক্ষা যখন হয়ে গিয়েছে তখনই তাদের নজরে এল বিষয়টি, এই প্রশ্ন তুলেছেন অনেকেই। আর এখন রেলের পরীক্ষায় লাগামছাড়া দুর্নীতি নিয়ে শুরু হয়েছে দেশজুড়ে তোলপাড়। প্রশ্ন উঠেছে কীভাবেই বা এতবড় পরীক্ষা হতে দিয়েছিল রেল। প্রশ্নপত্র ফাঁস থেকে মোটা টাকার লেনদেন ঘিরে প্রশ্নের পর প্রশ্ন উঠেছে। রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে এই কেলেঙ্কারি ফাঁসের পর কেন্দ্রের আমলে ব্যাপম কেলেঙ্কারি, নিট কেলেঙ্কারি নিয়েও প্রশ্নের মুখে পড়তে চলেছে মোদী সরকারের স্বচ্ছতা। ব্যাপম কেলেঙ্কারি ধামাচাপা পড়লেও সেই কেলেঙ্কারির রেশ একেবারে মিলিয়ে যায়নি। এবার রেলের গ্রুপ সি পরীক্ষায় অনিয়ম,দুর্নীতিকাণ্ডে বিজেপি কী অবস্থান নেয়, তার অপেক্ষা করছেন বিরোধীরা।