ছাব্বিশের মহারণে কে কোথায় এগিয়ে?

Share this content:
নিজস্ব প্রতিনিধি: ছাব্বিশের ভোটযুদ্ধে সুশাসনের বার্তা নয়। ভোটে তুরূপের তাস হিসেবে ভূতুড়ে ভোটার তালিকাকে অস্ত্র করেছে শাসক তৃণমূল কংগ্রেস। এবং কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রধান প্রতিপক্ষ বিজেপিকে, যারা শাসকের লাগামছাড়া দুর্নীতির পাশাপাশি সংখ্যালঘু হিন্দুদের হিন্দুত্বকে মূলধন করে ভোট বৈতরণি পার করার মরিয়া চেষ্টা শুরু করেছে। এর উল্টোদিকে বিজেপিকে নিশানা করে শাসক দল দাবি করেছে মহারাষ্ট্র, দিল্লিতে ভোটার তালিকায় কারচুপি করে ভোট বৈতরণী পার করেছে বিজেপি তারা। যদিও নির্বাচন কমিশন তাদের সেই দাবিকে মান্যতা দেয়নি।
এবার টেকনিক্যাল অস্ত্রকে ভোঁতা করতে এখন থেকেই আসরে নেমেছে শাসকদল। দলনেত্রীর নির্দেশের পরই বিভিন্ন জেলায় ভূতুড়ে ভোটার ধরতে নেমেছেন নেতা-কর্মীরা। যাচাই করতে গিয়ে অসঙ্গতিও মিলেছে বিস্তর। কিন্তু প্রশ্ন উঠেছে শুধু ভূতুড়ে ভোটার তালিকা সংশোধন করেই কি ছাব্বিশের ভোট উৎরে যেতে পারবে শাসক তৃণমূল কংগ্রেস? কারণ রাজ্য জুড়ে যে আর্থিক, প্রশাসনিক নৈরাজ্য নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে,তাতে শুধু ভুতুড়ে ভোটার তালিকা সংশোধনে সেই ক্ষত মেরামতের নিরসন সম্ভব হবে কিনা, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
তবে এই বিরুদ্ধ পরিস্থিতিতে শাসক দলের প্লাস পয়েন্ট রাজ্যে বিজেপি-সহ বিরোধী দলগুলির গ্রহণযোগ্যতা তৈরি না হওয়া। আর এখানেই ছাব্বিশে বাজিমাত করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সঙ্গে দলনেত্রীর ক্যারিশমা, বিভিন্ন অর্থকরী প্রকল্পগুলি। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, বার্ধক্যভাতার প্রসাদগুণে এই লড়াই উৎরে যেতে পারে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে ভুতুড়ে ভোটার তালিকা সংশোধন বড় কোনও ফ্যাক্টর হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।