ছাব্বিশের ভোটেও কি বঙ্গ রাজনীতিতে ব্রাত্য থাকবে বামেরা ?
Share this content:

ছাব্বিশের বিধানসভা ভোটেও জামানত জব্দ হবে বাম প্রার্থীদের?
নিজস্ব প্রতিনিধি: একদলের অ্যাজেন্ডা রাজ্যে শাসকের লাগামহীন দুর্নীতি। আরেক দলের অস্ত্র এখনও স্পষ্ট নয়। তবে দীর্ঘদিন পরযাদবপুর কাণ্ডেশাসকদলকে আক্রমণ শানিয়ে ছাব্বিশের ভোটে ভেসে থাকতে চাইছে আরেকদল। আর এই দল চৌত্রিশ বছর ধরে রাজ্য শাসন করা অধুনা কোণঠাসা সিপিএম তথা বামেরা ( Left In Next Election)। কিন্তু ভোটে তারা কতটা কি ফয়দা তুলতে পারবে, তা নিয়ে যথেষ্ট সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ এ রাজ্যে সিপিএম তথা বামেরা নিজেদের এতটা অপ্রাসঙ্গিক করে তুলেছে যে ভোটের ময়দানে বা কফির কাপে তুফান তোলার মতো জায়গায় তারা আর নেই। তার বদলে জায়গা করে নিয়েছে বিজেপি। তারাই এখন শাসক তৃণমূলের মূল প্রতিপক্ষ।
বঙ্গ রাজনীতিতে সেই গেরুয়া শিবিরও প্রধান চর্চার বিযয়। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা ভোটের ময়দানে গেরুয়া শিবিরকে গুরুত্ব দিতে নারাজ। তাঁদের মতে আগামী বিধানসভা ভোটে যতই তারা জিতবে বলে গর্জন করুক। গ্রাউন্ড রিয়েলিটি খতিয়ে দেখলে তাদের একশোয় একশোয় একশো দিতে চাইছেন না তাঁরা। তাদের ধারণা আগামী ভোটে ফের ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেসই। অন্যদিকে সিপিএম তথা বামেদের লড়াইয়ে ধর্তব্যে আনতেই চাইছেন না। তাঁরা মনে করছেন এবার যাদবপুর কাণ্ডে এসএফআইকে সামনে রেখে সিপিএম ভেসে ওঠার চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের সেই চেষ্টা আদপে সফল হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে তাঁদের মনে। বিশ্লেষকদের বিশ্বাস আগামী বিধানসভা ভোটে সিপিএম তথা বামেরা একটি আসন পাবে কিনা, তা নিয়ে সবাই একরকম নিশ্চিত। লড়াই হবে মূলত শাসক তৃণমূল কংগ্রেস এবং বিজেপিরই মধ্যে। এ নিয়ে কোনও কিন্তু নেই।