পোশাক নিয়ে বোমা ফাটালেন উরফি জাভেদ

0

Share this content:

new-urfi-1024x720 পোশাক নিয়ে বোমা ফাটালেন উরফি জাভেদ

নিজস্ব প্রতিনিধি: তিনি মানেই পোশাক নিয়ে হুলুস্থুল হওয়ার মতো সেনসেশন। এর আগে এমন সব পোশাক পরে নিজের খোলামেলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, তাতে নেট নাগরিকরা চমকে একেবারে চোদ্দ হয়ে গিয়েছিলেন। কখন স্বচ্ছ, কখনও এতটাই খোলামেলা পোশাকের ছবি পোস্ট করেছিলেন, তাতে সবার চোখ ছানাবড়া । একবার তো প্রায় অর্ধনগ্ন পোশাক পরে এয়ারপোর্টে দৌড়োদৌড়ি করেছিলেন, তা নিয়ে রীতিমতো গেল গেল রব শুরু হয়েছিল। আরেকবার তো পেরেকের পোশাক পরে চমকে দিয়েছিলেন সবাইকে। তাঁর পোশাকে শ্লীল অশ্লীলতার বিভাজন করাটা ভারী মুশকিলের ব্যাপার।

আসলে উরফি মানেই পোশাক নিয়ে সেনসেশন। তবে এবার এমন অনেক ভারী জবরদস্ত পোশাক করে ফোটো সেশন করেছেন, সেই পোশাকের গলাবন্ধ এতটাই তাঁর গলায় আটকে গিয়েছিল,তাতে দম ঠিকমতো নিতেই পারছিলেন না। সম্প্রতি একটি ভিডিওয় দেখা গিয়েছে উরফি পেল্লাই পোশাক পরে রয়েছেন। সেই পোশাক বয়ে নিয়ে চলা রীতিমতো অসম্ভব। কোনওরকমে তা হাঁটছেন তিনি। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিয়ার রীতিমতো চ্যালেঞ্জের মুখ পড়ে যান। তাঁর নতুন নতুন পোশাক নিয়ে নেটনাগরিকরা কৌতূহলি বরাবরই। এবারের পোশাক থেকে অবাক হয়েছেন সবাই। তাঁরা তাঁর পোশাকেরই শুধু প্রশংসা করেননি। তাঁর ক্রিয়েটিভিটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আসলে উরফি মানেই তো পোশাক বিপ্লব।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *