চোর চুরি করে নিয়ে যাচ্ছে মেয়েদের প্যান্টি, ব্রা

0

Share this content:

panti-bra চোর চুরি করে নিয়ে যাচ্ছে মেয়েদের প্যান্টি, ব্রা
Version 1.0.0

নিজস্ব প্রতিনিধি: চোরেরা টাকাপয়সা,সোনার গয়না, মোবাইল কিংবা দামি জিনিস চুরি করে থাকে, সবাই এমনটাই জেনে এসেছেন এতকাল।  কখনও একা একা, কখনও দল বেঁধে হাতসাফাইয়ের কাজ সেরে থাকে তারা। এ নিয়ে খবর, ভিডিও মাঝেমাঝেই দেখা যায়। এর মধ্যে নতুনত্ব কিছু নেই বললেই চলে। চোর চুরি করবে, কারণ সেটা তাদের রোজগারের পদ্ধতি। কলে কারখানায় তারা খাটতে রাজি নয়। রোজগারের জন্য হাতসাফাই-ই তাদের অবলম্বন। কিন্তু তাই বলে….

 মধ্যপ্রদেশে একদল চোরের হদিশ মিলেছে যাদের টাকা,গয়না কিংবা বহুমূল্য জিনিস চুরিতে বড্ড অনীহা! তারা বারান্দায় শুকোতে দেওয়া মেয়েদের প্যান্টি, ব্রা চুরি করে থাকে, যা জানতে পেরে থ পুলিশ। মধ্যপ্রদেশের চাঁদি চোর গ্যাং নামে কুখ্যাত চোরের দলের অদ্ভুত চুরি নিয়ে থানায় অভিযোগ জমা পড়ায় বড্ড ভাবনায় পড়ে যায় তারা। থানায় রোজই জমা পড়ে চুরি ছিনতাই রাহাজানি খুন জখমের অভিযোগ. তাই বলে এমন অভিযোগ! সম্প্রতি এক মহিলা অভিযোগ জানান তাঁর বাড়ির বারান্দায় প্রায়ই বারান্দায় শুকোতে দেওয়া মহিলাদের প্যান্টি,ব্রা চুরি হচ্ছে।

   তদন্তে নেমে পুলিশ জানতে পারে এ ধরণের ঘটনাগুলি ঘটেছে জবলপুর,বিজয়নগর (শহর),পানাগড় (গ্রামীণ) অঞ্চলে। একটি চুরির ঘটনা ঘটে পানাগড় থানার অধীনে বিলগাওয়ান গ্রামে। ওই গ্রামের বাসিন্দা সুনীতা কোরি ও গ্রামবাসীরা থানায় অভিযোগ জানান এক রাতে চোরেরা অনেক অন্তর্বাস চুরি করে নিয়ে গিয়েছে। একই ঘটনার কথা জানা যায় বিজয়নগর থানা এলাকায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক চোর চুরি করার আগে রেকি করছে। কল্পিত সারোগী নামে এক বাসিন্দা জানান এক চোর স্কুটিতে করে এসে তাঁর বাড়িতে হানা দিয়ে মহিলাদের অন্তর্বাস চুরি করে পালিয়ে গিয়েছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। অভিযোগ আসার পর পুলিশ চক্রের একজনকে গ্রেফতার করে। ধৃত জেরায় জানায় অন্তর্বাস চুরির পর সেগুলি সে ছিঁড়ে ফেলে দিয়েছে। তার কাছ থেকে চুরি হওয়া বহু অন্তর্বাস উদ্ধার করেছে পুলিশ। তবে তারা কেন এমন চুরি করেছে, তার উত্তর এখনও পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *