ছাব্বিশের ভোটের আগে বাংলায় নতুন দল? নেতৃত্বে কে, তুঙ্গে জল্পনা

0
Abishek Banerjee, Mamata Banerjee

Share this content:

নিজস্ব প্রতিনিধি: ছাব্বিশের ভোটের আগে বাংলায় নতুন দল? নেতৃত্বে কে, তুঙ্গে জল্পনা। দুজনের মধ্যে ক্রমশ চওড়া হচ্ছে ফাটল। আর সেই ফাটল ঘিরে তৈরি হচ্ছে জল্পনা। যে জল্পনা নানা মহলে উস্কে দিয়েছে এক নতুন দল তৈরির সম্ভাবনার কথা। দলটি দক্ষিণ পন্থী দল হিসেবে ছাব্বিশে বিধানসভা ভোটের আগে আত্মপ্রকাশ করতে পারে, এমনটাই খবর শোনা যাচ্ছে। যদিও খবরটি সত্যি না গুজব, তা এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে।

এবং সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের সেকেন্ড ইন কমান্ডের মধ্যে তৈরি হওয়া দূরত্বের সূত্রেই এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। লক্ষণীয়, দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নতুন দলের আত্মপ্রকাশের সম্ভাবনার জেরে আলোচিত হতে শুরু করেছেন। তবে কি দলনেত্রী এবং অভিষেকের মধ্যে ইদানীংকার ফাটল থেকেই আত্মপ্রকাশ করতে চলেছে নতুন রাজনৈতিক দলের জন্ম হওয়ার ঘটনা।

   বেশ কিছুদিন ধরেই দলনেত্রীর সঙ্গে অভিষেকের দূরত্ব রীতিমতো চর্চায় রয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্কে ইতি ঘটিয়ে নতুন দক্ষিণ পন্থী দল তৈরি করতে চলেছেন ভাইপো। কিছুদিন আগে মমতা সরাসরি ঘোষণা করেছে তিনিই দলের শেষ কথা। যদিও জল্পনা ছিল মমতার পরে দলের হাল ধরবেন অভিষেকই। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে দলের অঘোষিত সেকেন্ড ইন কমান্ডকে বার্তা দিয়ে তাঁর কাছের লোকজনদের ছেঁটে ফেলা শুরু করেছেন। সরিয়ে দেওয়া হয়েছে অভিষেক ঘনিষ্ঠদের।

অন্যদিকে বিধানসভা অধিবেশনের আগে পরিষদীয় বৈঠকের আগে সেকেন্ড ইন কমান্ডকে গুরুত্ব না দিয়ে দলনেত্রীর ঘনিষ্ঠ অরূপ বিশ্বাসকে দলের সম্ভাব্য পদাধিকারীদের তালিকা করার নির্দেশ দিয়েছেন দলনেত্রী। যা রাজনৈতিক বিশ্লেষকদের রীতিমতো অবাক করেছে। এমনকী বিস্ফোরক মন্তব্য করার জন্য দলের মন্ত্রী মদন মিত্রকে কোনও শোকজ করা হয়নি, যা অভিষেকের সমর্থনের কথা মিডিয়ায় জানানোর পর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে করা হয়েছে। সব থেকে উদ্বেগের বিষয়, গত জানুয়ারি থেকে নিজের ফেসবুকে আগের মতো দল নিয়ে একটি কথাও পোস্ট করেননি। পোস্টে নিজের সেবাশ্রয়ের বিষয়টিই বারবার জানিয়েছেন অভিষেক। পাশাপাশি নবান্ন হয়ে মামলা করা অভিষেক ঘনিষ্ঠ সঞ্জয় বসুকেও কোনও মামলা দেওয়া হচ্ছে। সেইসঙ্গে এইসময় পত্রিকার নতুন মালিক সঞ্জয়কেও এই সময়ের জন্য একটিও বিজ্ঞাপন দেওয়া হয়নি। সব মিলিয়ে দলনেত্রীর সঙ্গে সেকেন্ড ইন কমান্ডের ক্রমশ চওড়া হওয়া ফাটল ঘিরে দিনদিন আলোচনা বাড়ছে। সূত্রের খবর নতুন দলের নাকি রেজিস্ট্রেশনও নেওয়া হয়েছে। তবে আরও কিছুদিন না গেলে স্পষ্ট হবে না আসল ঘটনাটি কি, না পুরোটাই নিছকই গুজব।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *