Smartphone Ban:ইউরোপে পড়ুয়াদের স্মার্টফোনে না

0

Share this content:

Untitled-design-3 Smartphone Ban:ইউরোপে পড়ুয়াদের স্মার্টফোনে না

নিজস্ব প্রতিনিধি: মোবাইল হাতে পেলে একেবারে আহ্লাদে আটখানা আট থেকে আশি। নাওখাওয়া,কাজ, পড়াশোনা শিকেয় তুলে সারাদিন মোবাইল ঘাঁটাঘাটি করে থাকে সবাই। সব বয়েসিরা কানে ইয়ারফোন গুজে নানা জিনিস দেখে। এবার তাতে রাশ টানতে চলেছে কেন্দ্রীয় সরকার। অল্পবয়েসিদের মোবাইল ম্যানিয়া কমাতে কড়া ফরমান এনেছে তারা। জানেন কি সুইডেন-সহ বেশকিছু দেশে স্কুলে নিষিদ্ধ করা হয়েছে স্মার্টফোন।

সুইডেনের পাশাপাশি বেশকিছু দেশ ইতিমধ্যে সরাসরি জানিয়ে দিয়েছে ক্লাস রুমে পড়ুয়ারা স্মার্ট ফোন ব্যবহার করতে পারবে না। এতে পড়ুয়াদের মন পড়াশোনা থেকে সরে আসতে পারে। ইউনেস্কোর ২০২৩ সালের রিপোর্টে জানানো হয়েছিল স্মার্টফোন ক্লাসরুমে শুধুমাত্র পড়াশোনার জন্য ব্যবহার করতে পারবে। এ বছর নতুন এক রিপোর্ট থেকে জানা গিয়েছে ষাটটিরও বেশি দেশ এ ব্যাপারে এ ধরণের পদক্ষেপ নিয়েছে। আবার কোনও কোনও রিপোর্ট থেকে জানা গিয়েছে স্মার্টফোন স্কুলে নিষিদ্ধ করার পাশাপাশি কেউ কেউ পড়ুয়াদের তা ব্যবহারের পক্ষে সায় দিয়েছেন।

লন্ডনের কিংস কলেজের মেডিকেল স্ট্যাটিস্টিকসের অধ্যাপক জানায়েছেন স্কুলে মোবাইল নিষিদ্ধ করা ভালো না খারাপ তা নিয়ে তাঁদের মধ্যে স্বচ্ছ কোনও ধারণা নেই। তাঁর কথায়, কোনও কোনও শিক্ষক স্মার্টফোনকে ক্লাসরুমে পড়াশোনায় সাহায্যকারী হিসেবে মনে করেন, আবার অনেকে এই ফোন পড়াশোনা থেকে অমনোযোগ সৃষ্টি করে থাকে বলে মতামত জানিয়েছেন।   ক্লাসরুম বা স্কুলে স্মার্ট ফোন ব্যবহার করা নিয়ে বিতর্কের মধ্যেই জেনে নেওয়া যাক ইউরোপের কোন কোন দেশে স্মার্টফোন পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। ২০১৮ সাল থেকে ফ্রান্সে সেদেশের প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করে দিয়েছে। এমনকী কাছাকাছি ২০০টি স্কুলেও স্মার্টফোন নৈব নৈব চ। অন্যদিকে ইতালিতেও স্কুল বা ক্লাসরুমে এই ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

সম্প্রতি ব্রিটেনে ছোটদের মধ্যে স্মার্টফোনের আসক্তি ঠেকাতে একটি বিল আনা হয়েছে। বিলটি এনেছেন লেবার পার্টির এমপি। বিলটি মার্চের সাত তারিখে হাউস অব কমন্সে পেশ হতে চলেছে। পাশাপাশি নেদারল্যান্ডে পড়াশোনা ছাড়া অন্য কোনও কাজে স্মার্টফোন ব্যবহার করতে পারবে না প্রাইমারি ও সেকেন্ডারি ক্লাসের পড়ুয়া, এই মর্মে একটি আইন জারি করা হয়েছে। এরসঙ্গে ক্লাসরুমে স্মার্ট ওয়াচ ও ট্যাবলেট ব্যবহার করায় নিষেধাজ্ঞা জারি করেছে সেদেশের সরকার। হাঙ্গেরিতেও ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে সেদেশ জুড়ে স্কুলগুলিতে মোবাইল নিষিদ্ধ করে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *