সারাদিনে এক পেগ মদ খেলে মহিলাদের হৃদরোগের ঝুঁকি কমে: রিপোর্ট

0

Share this content:

download সারাদিনে এক পেগ মদ খেলে মহিলাদের হৃদরোগের ঝুঁকি কমে: রিপোর্ট

নিজস্ব প্রতিনিধি: মহিলারা সারাদিনে একবার মদ খেলে মানসিক চাপ কমবে । মস্তিষ্কের ওপর চাপ কমার পাশাপাশি হৃদরোগের সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই দাওয়াই। নতুন এক সমীক্ষায় এই তথ্য জানা গিয়েছে। মহিলাদের পাশাপাশি পুরুষরাও সারাদিনে দুবার মদ খেলে মানসিক চাপ ও হৃদরোগের ঝুঁকি কমবে বলে জানা গিয়েছে।      

সমীক্ষাটি আমেরিকান কলেজ অব কার্ডিওলজির জার্নালে প্রকাশিত হয়েছে। সমীক্ষার প্রধান লেখক হৃদরোগ বিশেষজ্ঞ আহমেদ তাওয়াকোল জানিয়েছেন সমীক্ষা চালিয়ে জানার চেষ্টা করেছিলেন নিয়ম করে মদ্যপান করলে হৃদরোগের ঝুঁকি কমে কিনা। সমীক্ষার জন্য তাওয়াকোল ও তাঁর সঙ্গী গবেষকরা মাস জেনারেল ব্রিঘাম বায়োব্যাঙ্কে নাম নথিভুক্ত করা পঞ্চাশ হাজারের বেশি মানুষের মদ খাওয়ার অভ্যেসের বিশ্লেষণ করেছেন। 

   গবেষকরা দেখেছেন যাঁরা সপ্তাহে এক থেকে চোদ্দ পেগ মদ খান তুলনায় যাঁরা সপ্তাহে এক পেগেরও কম মদ্যপান করেন, তাঁদের থেকে ওইসব ব্যক্তির হৃদরোগের আশঙ্কা কম লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি গবেষকরা ৭৫৪জন ব্যক্তি, যাঁদের ওপর কতটা মদের প্রভাব পড়েছে, তা পরীক্ষা করতে মস্তিষ্কের ছবিও তোলেন। মস্তিষ্কের ছবি তোলার পর দেখা যায় যাঁরা নিয়ম মেনে মদ খান, তাঁদের মস্তিষ্কে মানসিক চাপ পড়ে, সেই এলাকায় কম চাপ পড়েছে। তুলনায় যাঁরা মদ ছুঁয়ে দেখেন না বা সামান্য মদ খান, তাদের মস্তিষ্কে চাপ বেশি পড়েছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *